
এ কী কাণ্ড! শতাব্দীর নামে গোবর!
ব্যুরো নিউজ, ২৬ মার্চ: ‘নামে কালি, মুখে কালি’ কথাটা অনেকের কাছেই হয়তো বহুবার শোনা। কিন্তু নামে গোবর! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এমনী এক ঘটনা ঘটল বীরভূমের সাঁইথিয়া ব্লকের হাতোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে যে সে মানুষের নামে গোবর নয়। একসময়ে বাংলা সিনেমার জগতে দাপিয়ে কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। এমনকি এখনকার বিশিষ্ট জননেতা তিনি। তার নাম টাও বহু প্রচলিত।