
দ্বিতীয়বার বিয়ে করলেন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠ
ইভিএম নিউজ ব্যুরো, ৩১ মেঃ (Latest News) বেশ কয়েক দিন ধরেই হলদিয়া জুড়ে কানাঘুষো খবর শোনা যাচ্ছিল। কিন্তু অনেকেই এই খবরকে নিছকই গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন৷ এবার সব জল্পনার অবসান। প্রায় সাত বছর একাকী জীবন কাটানোর পর দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন এককালীন হলদিয়া শিল্পাঞ্চলের সম্রাট, প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। মঙ্গলবার জীবনের দ্বিতীয় ইনিংস (marriage) শুরু করেছেন তিনি।