
সন্দেশখালীর ঘটনা কি এবার বড় পর্দায়? শুরু হলো তোড়জোড়
ব্যুরো নিউজ, ৯ মার্চ: বাংলার রাজনীতিতে বর্তমানে সন্দেশখালীর ঘটনা এক বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন অবশ্য জেলবন্দি সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। দীর্ঘ প্রায় ৫৫ দিন ফেরার ছিলেন তিনি। অবশেষে ধরা পড়েন রাজ্য পুলিশের জালে। এখন তাঁর বর্তমান ঠিকানা নিজাম প্যালেস অর্থাৎ সিবিআইয় দপ্তরে। এরই মধ্যে এল বড়সড়ো খবর। জানা যাচ্ছে যে, সন্দেশখালীর ঘটনা নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। বড় পর্দায়