
দুষ্কৃতীর নিশানায় কি এবার সলমন?
ব্যুরো নিউজ, ১৪ এপ্রিল : দাবাং খানের বাড়ির সামনে চলল গুলি। রবিবার ভোর রাতে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র সামনে বেশ কয়েকবার গুলি চলে বলে খবর। ঘটনার সময় সলমন খান বাড়িতেই ছিলেন বলে খবর। আর তারপর থেকেই উঠছে বেশ কিছু প্রশ্ন। হঠাৎ অভিনেতার বাড়ির সামনে কারা এসে গুলি চালিয়ে? তাদের উদ্দেশ্যটাই বা কী? ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের অপরাধ দমন





















