
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার পিছনে KGF গ্যাং-এর হাত! কি করে এই KGF গ্যাং?
ব্যুরো নিউজ, ২২ মে : শিলিগুড়িতে মধ্যরাতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা ঘটে। আর তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় অভিযোগ, শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টা করছে জমি মাফিয়ারা। রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের পাশে শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের ‘সেবক হাউস’-এ হামলার ঘটনা ঘটে। ৩০-৪০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে স্থানীয় এক জমি মাফিয়া।


















