
বাক-বিতন্ডায় ছড়িয়ে পড়লেন রতুয়া তৃণমূল বিধায়ক
ইভিএম নিউজ ব্যুরো, ১০ জুলাইঃ(Latest News) মালদায় রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের ৪৫ নম্বর বুথে সকাল থেকে ভোট কর্মীদের দেখা মেলেনি, ফলে ভোটগ্রহণও করা যায়নি প্রায় দুপুর পর্যন্ত। দুপুর 11:30 টার পর ভোট কর্মীরা বুথে আসেন। কিন্তু ভোট কর্মীদের সঙ্গে করে বুথে নিয়ে আসার অভিযোগ উঠল মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জি বিরুদ্ধে।