
কাজ থেকে সাময়িক অবসর রণবীরের
শর্মিলা চন্দ্র, ২০ মার্চ: বরাবরই কেয়ারিং স্বামী হিসেবে রাণবীরকে একশো এ একশো দিয়েছেন দীপিকা। তবে এবার শুধু স্বামী নন ভালো বাবা হওয়ারও প্রস্তুতি নিচ্ছেন রণবীর সিং। সূত্রের খবর, খুব শীঘ্রই অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন রণবীর। হাতে যা অল্প কাজ ছিল, তা মিটিয়ে এখন পুরো মন দিতে চান দীপিকার যত্নতে। ‘ডন থ্রি’, ‘শক্তিমান’-এর শুটিং শুরু হওয়ার আগেই পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন