
জিটিভি সারেগামাপা খ্যাত খুদে সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিনকে, সংবর্ধনা তার নিজ এলাকা দৌলতপুরে
ইভিএম নিউজ ব্যুরো,দক্ষিণ দিনাজপুরঃ জিটিভি সারেগামাপা লিটিল চ্যাম্প খ্যাত রাফা ইয়াসমিনকে সংবর্ধনা দেওয়া হলো দক্ষিণ দিনাজপুরে তার নিজ গ্রামে। উল্লেখ্য সম্প্রতি জিটিভি সারেগামাপা লিটল চ্যাম্প রিয়ালিটি শো ষষ্ঠ স্থান অধিকার করে ভারতবর্ষের বুকে ব্যাপক জনপ্রিয় হয়েছে খুদে সংগীতশিল্পী তথা মালদা নিবাসী রাফা ইয়াসমিন। জানা গেছে পড়াশোনার কারণে মালদায় থাকলেও রাফা ইয়াসমিনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর নিকটবর্তী ব্রাহ্মণ





















