
রঞ্জি আপডেট ২০২৩
অরুপ পাল, স্পোর্টস ব্যুরো, ইভিএম নিউজঃ ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলা ঝাড়খণ্ড মুখোমুখি। ঝাড়খণ্ডের প্রথম ইনিংস শেষ একশো তিয়াত্তর রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলা পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে দুশো আটত্রিশ রান। অভিমূন্য ঈশ্বরন করেন সাতাত্তর রান। সুদীপ ঘরামী করেন আষট্টি রান।