
রথের আগের দিনই ভুবনেশ্বরের বিমান বাতিল, বিমানবন্দরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা
ব্যুরো নিউজ, ৭ জুলাই: অল্প সময়ে ও অন টাইমে গন্তব্যে পোঁছতেই বেশি টাকা হলেও ট্রেনের বদলে প্লেনকেই প্রাধান্য দিয়ে থাকেন অনেকে। কিন্তু সেই প্লেনই যদি হয় লেট তবে আর কি করার। তবে এক-আধ ঘণ্টা লেট নয়, বরং ৫ টা ঘণ্টা লেট। কিন্তু শুধু কি তাই? দীর্ঘ ৫ ঘণ্টা অপেক্ষা করার পর যদি সেই ফ্লাইট বাতিল করা হয় তবে কেমন লাগে