
রোজকার উপকরণে মুচ মুচে আলু ভাজার নতুন পদ্ধতি , বাড়িতেই তৈরি করে নিন সুস্বাদু পটেটো ওয়েজেস !!!
ব্যুরো নিউজ ৯ জুন : বাড়িতেই তৈরি করে নিন রেস্টুরেন্ট-এর মতো মুচমুচে পটেটো ওয়েজেস! ডাল-ভাতের সাথে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এটি দারুণ জমে যাবে। উপকরণ: আলু: ৪-৫টি মাঝারি আকারের (খোসা সহ লম্বা করে কাটা) চালের গুঁড়ো: ২-৩ টেবিল চামচ (বা পরিমাণ মতো) সুজির গুঁড়ো: ১-২ টেবিল চামচ (বা পরিমাণ মতো) লবণ: স্বাদ মতো হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ (রঙের জন্য) লঙ্কার