
আপনার নববর্ষের সাজ হোক নজর কাড়া
ব্যুরো নিউজ, ১১ এপ্রিল : পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার পালা। পয়লা বৈশাখ বাঙালির এক বিশেষ উৎসব। আট থেকে আশি সকলেই নতুন বছরকে বরণ করতে মেতে ওঠেন। আর এই দিনের সাজ-পোশাকে বৈশাখী ছোঁয়া না থাকলে কি চলে! পয়লা বৈশাখেই রাজ্য দিবস পালন ড্রেস থেকে মেকআপ সবেতেই থাক বৈশাখী ছোঁয়া সাজ-পোশাকের কথা উঠলে আগে মেয়েদের কথাই মনে হয়।