
পাকিস্তানে ভোট: জিতেও কেন সরকার গড়তে পারবেনা ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা?
ব্যুরো নিউজ, ১১ ফেব্রুয়ারি: দীর্ঘ ধন্দের পর সামনে এলো পাকিস্তানের ভোটের চূড়ান্ত ফলাফল। বৃহস্পতিবার হয় নির্বাচন, তারপর থেকেই শুরু হয় গণনা। কিন্তু তার ৩ দিন পরে প্রকাশ্যে এলো চূড়ান্ত ফল। টোল নিতে ভরসা জিপিএস, জানাল কেন্দ্র রবিবার সকালে জানা গিয়েছে পাকিস্তান সাধারণ নির্বাচন ২০২৪-এর চূড়ান্ত ফলাফল। ২৬৬ আসনে ভোট লড়ে জয়ের জন্য প্রয়োজন ১৩৪টি আসন। কিন্তু এই ম্যেজিক ফিগার কোনও