
কীভাবে পাকিস্তান সংসদে চুরি? খোয়া গেল জুতোও! শেষে খালি পায়ে ফিরতে হল কর্তা-ব্যক্তিদের
লাবনী চৌধুরী, ২২ এপ্রিল: একি কাণ্ড! পাকিস্তান সংসদে চুরি! তার ওপর খোয়া গেল জুতোও! গত বছর ডিসেম্বর মাসে ভারতের সংসদ ভবনে দুই বহিরাগত যুবকের অনুপ্রবেশকে কেন্দ্র করে যথেস্ট জল ঘোলা হয় রাজনৈতিক মহলে। অধিবেশন চলাকালীন কীভাবে তারা অধিবেশন কক্ষে ঢুকে পড়ে তা নিয়ে ওঠে জোর প্রশ্ন। এমনকি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। চিন-পন্থী মইজ্জুর দখলেই মালদ্বীপ আর এবার পাকিস্তান সংসদে