
‘নেভার গিভ আপ’ নীতিতেই বিশ্বাসী পদ্মরাজন! ভোট ময়দানে ২৩৮ বার হেরেও ফের ভোট ময়দানে
ব্যুরো নিউজ, ২৮ মার্চ: একবার নয়, দু’বার নয়, দশ কিংবা বিশ বারও নয়। সংখ্যাটা ২৩৮। তবে এটা কোনও একাডেমিক স্কোর নয়। যদি শোনেন এটি কীসের সংখ্যা তবে প্রথমে অবিশ্বাস্যকর বলেই মনে হবে। কিন্তু এই সংখ্যা দিয়েই তিনি করেছেন বাজিমাত। এই ‘২৩৮’ সংখ্যাটি তাকে এনে দিয়েছে লিমকা বুক অফ রেকর্ডস। শিন্ডে শিবিরে কুলি নম্বার ওয়ান? ২৩৮ বার ভোটে হেরেছেন কে পদ্মরাজন।