
মোদীকে স্বাগত জানাতে ইউরোপের সবথেকে উঁচু টাওয়ার সেজে উঠল তেরঙায়
ব্যুরো নিউজ, ৯ জুলাই : ইউরোপের সবথেকে উঁচু টাওয়ার ‘অসটাকিনো’ সেজে উঠল তেরঙায়। গতকালই বন্ধু পুতিনের আমন্ত্রণে রাশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে স্বাগত জানাতে তেরঙা রং-এর আলো জ্বলে উঠল ইউরোপের সবথেকে উঁচু টাওয়ারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে কী বার্তা দিলেন মোদী? আর কী কী বিষয়ে আলোচনা? ‘অসটাকিনো’ টাওয়ারের উচ্চতা ১ হাজার ৭৭১ ফুট। যা বিশ্বের চতুর্থ উচ্চতম