ব্যুরো নিউজ, ৯ জুলাই : ইউরোপের সবথেকে উঁচু টাওয়ার ‘অসটাকিনো’ সেজে উঠল তেরঙায়। গতকালই বন্ধু পুতিনের আমন্ত্রণে রাশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে স্বাগত জানাতে তেরঙা রং-এর আলো জ্বলে উঠল ইউরোপের সবথেকে উঁচু টাওয়ারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে কী বার্তা দিলেন মোদী? আর কী কী বিষয়ে আলোচনা?
‘অসটাকিনো’ টাওয়ারের উচ্চতা ১ হাজার ৭৭১ ফুট। যা বিশ্বের চতুর্থ উচ্চতম ও ইউরোপের উচ্চতম টেলিভিশন টাওয়ার। আর এবার ইউরোপের সবথেকে উঁচু টাওয়ারে নিজেদের ছাপ ফেলল ভারত!
৫ বছর পর রাশিয়া সফরে নরেন্দ্র মোদী। গতকাল রাশিয়া পৌছতেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তাঁর সেই পোস্ট থেকে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক যে আরও পোক্ত হবে এমনটাই আভাষ মেলে। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে যান ভারতের প্রধানমন্ত্রী। ফলে, এই সফর কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবেই দেখছে ওয়াকিবহল মহল।