
টোম্যাটোর পর এবার চোখে জল আনবে পেঁয়াজ!
ইভিএম নিউজ ব্যুরো, ৯ অগাস্টঃ (Latest News)টোম্যাটো সংকটের পর এবার মানুষের চোখে জল আনবে পেঁয়াজের ঝাঁঝ। বাজারের সরবরাহের ঘাটতির জেরেই পেঁয়াজের দাম আটকানো যাচ্ছে না মনে করা হচ্ছে। আগামী মাসেই দাম হবে ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজি পেঁয়াজের। উল্লেখ্য, দু বছরে পেঁয়াজের দাম যেভাবে চোখে জল এনেছিল, তবে ততটা বাড়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স এবং