
ঘুরে আসি ফুলের রাজ্য থেকে
লাবনী চৌধুরী, ৬ জুলাই: ‘হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি, চিনি সে ঠিকানা…’। না, হাজার ফুল নয়, তবে আজ এমন এক ঠিকানার সন্ধান দেব যেখানে সত্যিই পথ ছেয়ে আছে ফুলে ফুলে। যে জায়গা কোনও স্বর্গ রাজ্যের থেকে কম নয়। রেড কার্পেট নেই ঠিকই তবে, এই ভ্যালিতে আপনাকে স্বাগত জানাতে রয়েছে ফুলের কার্পেট। পথ ঢেকে রয়েছে নানা রঙের ফুলে। লাল,