
দার্জিলিং-এর কাছে পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম দাওয়াইপানি
শর্মিলা চন্দ্র, ৮ মে : আজকে আপনাদের নিয়ে যাব দাওয়াইপানি। ভাবছেন তো এটা আবার কোথায়? দার্জিলিংয়ের কাছে ৬৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এক সুন্দর গ্রাম। যেখানের প্রতিটি বাঁকে, প্রতিটি বাড়ি থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। এটি একটি অফবিট গন্তব্য হলেও, প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের জন্য সেটা ঠিকানা এই দাওয়াইপানি। পাহাড় যারা ভালোবাসেন তাদের জন্য সেরা ঠিকানা মহাকাশচারী