
ঘুরে আসি : নিরিবিলিতে সময় কাটাতে চাইলে চলে যান মানসাং-এ
শর্মিলা চন্দ্র, ২ মে : উত্তরবঙ্গের কোনো অফবিট জায়গায় যেতে চাইলে একবার আপনার ট্রাভেল লিস্টে রাখতে পারেন মানসং-কে। এখানে বাসস্থান যেমন কম ফলে পরিবেশ বেশ শান্ত। কালিম্পং থেকে মাত্র ১৮ কিমি দূরে রামধূরার পাশেই অবস্থিত এই সুন্দর পাহাড়ি গ্রাম। আর নিউ জলপাইগুড়ি থেকে ৮০ কিমি দূরে অবস্থিত। গাড়িতে গেলে সময় লাগিবে প্রায় সাড়ে তিন ঘণ্টা। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো আয়কর