
বর্নভিটার পর প্রশ্নের মুখে নেসলে | বেবি ফুড খেয়ে মারাত্মক রোগের শিকার শিশুরা!
ব্যুরো নিউজ, ১৮ এপ্রিল: কিছু দিন আগেই বর্নভিটার মত পানীয়কে আর ‘হেলথ ড্রিংকস’ বলে চালানো যাবে না এমনই নির্দেশিকা দিয়ে ছিল সরকার। বাণিজ্য মন্ত্রক সমস্ত ই-কমার্স সংস্থাগুলিকে ‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে বার্নভিটা এবং অন্যান্য পানীয়গুলি সরিয়ে দেওয়ার পরামর্শ দেয়। বর্নভিটা এবং অন্যান্য অনুরূপ পানীয়গুলিকে ‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ খাদ্য নিরাপত্তা আইন FSS অ্যাক্ট 2006- এর অধীনে




















