
আইপিএল থেকে বেরিয়ে গেলেন মহম্মদ শামি! কী কারণে এই সিদ্ধান্ত?
পুস্পিতা বড়াল, ২১ মার্চ: আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে শেষ বার তিনি মাঠে নেমেছিলেন। এরপর, মেগা ইভেন্টের পর জানা যায়, তিনি বিশ্বকাপ খেলেছেন গোড়ালির চোট নিয়ে। আইপিএলেও যে নামতে পারবেন না, বিসিসিআই এ বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিল। তিনি আর কেউ নন, মহম্মদ শামি। সূত্রের খবরে জানা গিয়েছে, গুজরাট টাইটান্স তাঁর বিকল্প হিসেবে দলে নিল সন্দীপ ওয়ারিয়রকে। আইপিএল-এর আগে নতুন লুকে মাহি শামির