
মোদীর ভাষণ চলাকালীন ওয়াক আউট বিরোধীদের! কড়া জবাব প্রধানমন্ত্রীর
ব্যুরো নিউজ, ৩ জুলাই : আজ সংসদে ভাষণ ছিল প্রধানমন্ত্রীর। রাজ্যসভায় সেই বক্ত্যের মাঝেই বিরোধী সাংসদের স্লোগান। একটানা স্লোগানে বিরোধীরা বলতে থাকে ‘এলওপি-কো বলনে দো…’। এমনকি প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ চলাকালীনই ওয়াক-আউট করে বিরোধী সাংসদরা। আর সেই বিষয়েই বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ হাজার কোটির রেশন দুর্নীতি! প্রমাণ কোথায়? বিচারপতির প্রশ্নের মুখে ED প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই বিরোধীরা