
নারদ কাণ্ডে ফের ম্যাথুকে তলব! কিন্তু পাল্টা শর্ত দিলেন ম্যাথু স্যামুয়েল
ব্যুরো নিউজ, ২৭ মার্চ : নারদ মামলায় ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। কিন্তু চিঠি দিয়ে পাল্টা শর্ত দিলেন ম্যাথু। কি শর্ত দিলেন সেই চিঠিতে? মানুষ না চাইলে সরে যেতে হবে, বার্তা অভিষেকের তবে এই প্রথম নয়, এর কয়েক মাস আগেই নারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই। বেশ কিছু তথ্য প্রমানের ভিত্তিতেই সেবার তাকে তলব করা হয়।