CBI summoned Mathew again in Narada case

ব্যুরো নিউজ, ২৭ মার্চ : নারদ মামলায় ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। কিন্তু চিঠি দিয়ে পাল্টা শর্ত দিলেন ম্যাথু। কি শর্ত দিলেন সেই চিঠিতে?

মানুষ না চাইলে সরে যেতে হবে, বার্তা অভিষেকের

Advertisement of Hill 2 Ocean

তবে এই প্রথম নয়, এর কয়েক মাস আগেই নারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই। বেশ কিছু তথ্য প্রমানের ভিত্তিতেই সেবার তাকে তলব করা হয়। কিন্তু সেবার  হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। এবার ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। জানা গিয়েছে আগামী ৪ এপ্রিল নিজাম প্যালেসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে সিবিআই-এর তরফে। এরপরই সিবিআইকে পাল্টা চিঠি দিয়েছেন ম্যাথু স্যামুয়েল। আর সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে, হাজিরা দিতে তারও কিছু শর্ত রয়েছে।

ঠিক লোকসভা নির্বাচনের আগে তাকে ফের তলব। এ বিষয়টিকে ‘পলিটিক্যাল ড্রামা’ বলে কটাক্ষ করেছেন ম্যাথু। তবে চিঠিতে তিনি জানিয়েছেন যে যদি কলকাতায় যাতায়াত ও থাকার জন্য তাকে হোটেল খরচ দেওয়া হয় তবেই তিনি কলকাতার নিজাম প্যালেসে এসে হাজিরা দেবেন। আর তা না দিলে তার পক্ষেও হাজিরা দিতে যাওয়া সম্ভব নয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর