
ছত্তীসগঢ়ে নিকেশ ২৯ মাওবাদী | এরপরেই দেশকে নকশালমুক্ত করা নিয়ে কী বার্তা শাহর?
ব্যুরো নিউজ, ১৭ এপ্রিল : ছত্তীসগঢ়ে নিকেশ ২৯ মাওবাদী। এরপরেই দেশকে নকশালমুক্ত করা নিয়ে কী বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? ঘাটালের রাজনীতিতে চমক! দল ভাঙ্গানোর চেষ্টা অভিষেকের? মারাত্মক বক্তব্য হিরনের জঙ্গিদের নিকেশ করা নিয়ে আগেও একাধিকবার বার্তা দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিছু দিন আগেই এই বিষয়ে বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।