
বিজেপিতে যোগ? কি জানালেন মলয় ঘটক?
ব্যুরো নিউজ, ২০ মার্চ: লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আর তার আগেই জোর কদমে চলছে দলবদলের খেলা। কে যে কখন কোন দলে গিয়ে ভিড়ছে তা নিয়েই চলছে চর্চা। দলের বহু তাবড় তাবড় নেতারা দল ছাড়ছেন এবং যোগ দিচ্ছেন অন্য দলে। কেউ আবার দল না ছাড়লেও ছাড়ছেন পদ। এমনকি নামি দামি ব্যক্তিত্বও পা রাখছেন রাজনীতির ময়দানে। লোকসভার পূর্বে রাজনীতিতে এই চমক লেগেই আছে। এই