
বিকট শব্দে ‘বিস্ফোরণ’! উড়ল বাড়ির বারান্দা
ব্যুরো নিউজ, ১৫ জুন: সাত সকালে মহেশতলায় বিস্ফোরণ। বিকট শব্দে কেপে ওঠে এলাকা। পর পর দু’বার সেই বিস্ফোরণের শব্দে বেড়িয়ে আসতেই নজরে আসে ভয়াবহ দৃশ্য। আজও কমলা সতর্কতা! আটকে থাকা পর্যটকদের এয়ারলিফটের ব্যবস্থা! বায়ু সেনার কাছে সাহায্য প্রার্থনা জানা যায়, সকাল ৭টা নাগাদ বিস্ফোরণের জোরালো শব্দে কেপে ওঠে এলাকা। স্থানীয়রা জানান, একবার নয়, পর পর দু’বার সেই বিস্ফোরণের শব্দ শুনতে