
IFS অফিসারের তৎপরতায় প্রাণ ফিরে পেল নন্দন কাননের অমর, আকবর, অ্যান্টনি
ব্যুরো নিউজ, ২৮ মার্চ: ওড়িশার নন্দন কাননে জন্ম হয় অমর, আকবর, অ্যান্টনির। এই অমর, আকবর, অ্যান্টনি হল সিংহ শাবক। জন্ম দেওয়ার পরেই শাবকগুলিকে পরিত্যাগ করে তাদের মা। এরপরই বিষয়টি নজরে আসে ওড়িশার নন্দন কাননের IFS অফিসার সুশান্ত নন্দর। তার তৎপরতায় বন কর্মীরাও দ্রুত ছুটে আসে। এরপর ওই দুর্বল শাবকদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তাদের প্রাথমিক পর্যায়ে