
ফের ডুয়ার্সে খাঁচা বন্দি হল লেপার্ড
ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ (Latest News) ফের ডুয়ার্সে খাঁচা বন্দি হল লেপার্ড। ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হল লেপার্ড। জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানের ঘটনা।বাতাবাড়ি চা বাগানের 5B সেকশনে খাঁচা বন্দি হল লেপার্ড। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে লেপার্ডটির গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচায় বন্দি হয়ে ছোটাছুটি করছে। এরপর