
বর্ষ শেষে বিজয় সেলিব্রেশন নয়, বাগানে হারের হতাশা
ব্যুরো নিউজ, ১ জানুয়ারি: বর্ষ শেষে বিজয় সেলিব্রেশন নয়, বাগানে হারের হতাশা বুধবার যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল মোহনবাগান। ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রস ডায়ামনটাকস। সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হল এবং এক গোলেই ম্যাচ জিতল কেরালা। আর বর্ষ শেষে হারের হতাশা মোহনবাগানের। বর্ষবরণের রাতে বিপত্তি! পুড়ে ছাই ৫০টিরও বেশি ঘর এদিন হার