
মেট্রোয় খুচরোর সমস্যা দূর, টিকিট কাটতে নয়া পদ্ধতি
ব্যুরো নিউজ, ৮ মে : মেট্রোয় টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যায় জেরবার? তাহলে এবার থেকে আপনাদের এই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে UPI-এর মাধ্যমেই কেটে নিতে পারবেন মেট্রোর টিকিট। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে শীঘ্রই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। Air India-এ ৩০০ কর্মী এক সঙে সিক লিভে! বাধ্য হয়েই বাতিল করা হল ৮৬