
চলতি মাসের শুরুতেই পার্কিং ফি এক ধাক্কায় বেড়ে দাঁড়াল দ্বিগুণ, ঘোষণা করল কলকাতা পুরসভা
ইভিএম নিউজ ব্যুরো, ১লা এপ্রিলঃ শহর কলকাতার বুকে গাড়ি পার্কিং করতে এবার থেকে দিতে হবে আরও অনেক বেশী টাকা। দু’চাকা থেকে চার চাকা, পণ্যবাহী গাড়ি, এবার থেকে সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি(Parking Fee)। এপ্রিলের শুরু থেকেই নতুন চার্ট অনুসারে পার্কিং ফি চালু করছে পুরসভা(KMC)। এক ধাক্কায় অনেকটাই ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন কোথায় কত ফি দিতে হবে ,