
Delhi Car Blast : দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর মোড়: উমর নবিই আত্মঘাতী বোমারু, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত । উমরের বাড়ি ভাঙায় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর উদ্বেগ !
ব্যুরো নিউজ, ১৭ই নভেম্বর ২০২৫ : দিল্লি রেড ফোর্ট বিস্ফোরণ মামলার তদন্তে এটি নিশ্চিত হলো যে, বিস্ফোরণে ছিন্নভিন্ন হওয়া Hyundai i20 গাড়িটির চালক ছিলেন ডঃ উমর উন নবি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর ফরেনসিক ল্যাবরেটরিতে উমরের মায়ের ডিএনএ-এর সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাড় ও দাঁতের অংশের ডিএনএ শতভাগ মিলে যাওয়ায় এই বিষয়টি নিশ্চিত হয়েছে। ডঃ উমর নবি



























