
কি জানাচ্ছে জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট?
ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: কি জানাচ্ছে জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট? জ্ঞানব্যাপীর বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সোমবার বারাণসী আদালতে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিল ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ(এএসআই)। গত ১১ ডিসেম্বরে কাশীর বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ নিয়ে বৈজ্ঞানিক সমীক্ষা রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়েছিল এএসআই। সেই মতো বারাণসী জেলা আদালত গত সোমবার




















