
মদন মিত্রর এলাকায় একি কাণ্ড! কাউন্সিলরের বিরুদ্ধে ‘বড়’ অভিযোগ! আদতে কী ঘটেছে?
ব্যুরো নিউজ, ৩০ জুন : মদন মিত্রর এলাকায় একি কাণ্ড! কাউন্সিলরের বিরুদ্ধে ‘বড়’ অভিযোগ! আদতে কী ঘটেছে? বিশ্বকাপ জয়ে খুশির জোয়ার! শুভেচ্ছাবার্তা মোদী-মুর্মুর বিজেপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ। জানাযায়, শনিবার রাতে পুরমাতা নির্মলা রাই তাঁর লোকজন নিয়ে এসে বিজেপি কর্মীদের হুমকি দেন। ঘটনায় দুই পক্ষের বচসা শুরু হয়। কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।