ব্যুরো নিউজ, ৩০ জুন : মদন মিত্রর এলাকায় একি কাণ্ড! কাউন্সিলরের বিরুদ্ধে ‘বড়’ অভিযোগ! আদতে কী ঘটেছে?
বিশ্বকাপ জয়ে খুশির জোয়ার! শুভেচ্ছাবার্তা মোদী-মুর্মুর
বিজেপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ। জানাযায়, শনিবার রাতে পুরমাতা নির্মলা রাই তাঁর লোকজন নিয়ে এসে বিজেপি কর্মীদের হুমকি দেন। ঘটনায় দুই পক্ষের বচসা শুরু হয়।
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। কাউন্সিলর নির্মলা রাই তাঁর লোকজন নিয়ে এসে হুমকি দেন বলে বিজেপির অভিযোগ। শুধু তাই নয়, বিজেপির এও অভিযোগ, কাউন্সিলর জানান তাঁর অনুমতি ছাড়া কোনও বৈঠক হবে না। এরপরেই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
অবশেষে CID হেফাজতে ‘গ্যাংস্টার’ সুবোধ সিং
এছাড়াও জেলা কার্যালয়ের বাইরে রাখা সব বাইক ভাঙচুর করে কাউন্সিলরের লোকজন। কার্যালয়ের ভিতরের জিনিসপত্রও নষ্ট করা হয়। বিজেপির দাবি, পুরমাতা নির্মলা রাই এই ওয়ার্ডে হেরে গিয়েছেন। আর সেই কারনেই ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করছেন।
শুধু তাই নয়, কলকাতা উত্তরের জেলা সভাপতি অরিজিৎ বক্সিও হুমকি দেয় বলে অভিযোগ। একটি স্করপিও গাড়ি চালিয়ে ভেতরে ঢুকে বেরোনোর সময় হুমকি দিয়ে যান, এটা ট্রেলার। অপেক্ষা কর আবার আসব।
যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেন নির্মলা রাই, তিনি বলেন বিজেপির প্রেসিডেন্টের কথায় তাঁকে মারধর করে হয়েছে।