
ভারতের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে আমেরিকাকে যোগ্য জবাব জয়শঙ্করের
ব্যুরো নিউজ, ১৫ মে : আগামী ১০ বছর ইরানের চাবাহার বন্দর পরিচালনা করবে ভারত। গত ১৩ মে তেহরানে ইরানের সঙে এমনই এক ঐতিহাসিক চুক্তি সাক্ষর করল ভারত। এই প্রথম নিজের দেশের বাইরে অন্য দেশের বন্দর পরিচালনা করবে ভারত। চাবাহার বন্দরকে একটি আঞ্চলিক বাণিজ্য এবং যোগাযোগ কেন্দ্রে পরিণত করার জন্য ইরানকে সহায়তা করবে ভারত। এতদিন, আফগানিস্তান ও মধ্য এশিয়ায় যাওয়ার জন্য



















