
X হ্যান্ডেলে ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইজরায়েল ডিফেন্স
ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর: X হ্যান্ডেলে ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইজরায়েল ডিফেন্স ৭ই অক্টোবর হঠাৎই হামাস সন্ত্রাসবাদীরা হামলা চালায় ইজরায়েলের ওপর। মারা যান শতাধিক নিরীহ মানুষ। ছারখার হয়ে যায় গাঁজা স্রিফ সংলগ্ন ইসরাইলের বেশ কিছুটা অংশ। রাস্তা সংস্কারের পরেও খানাখন্দ! জলে গেল ৩৯কোটি টাকা! আজ ইজরায়েল ডিফেন্স ফোর্স তাদের X অর্থাৎTwitter-এ উপগ্রহ চিত্র থেকে পাওয়া সেই ধ্বংসের ছবি প্রকাশ করে।