
আন্তর্জাতিক গ্র্যামির মঞ্চে সম্মানিত জাকির হোসেন, শঙ্কর মহাদেবন
ব্যুরো নিউজ, ৫ ফেব্রুয়ারি: বিশ্ব সংস্কৃতির মঞ্চে এবার গ্র্যামি পুরস্কারে ভূষিত হলেন ভারতের পাঁচ শিল্পী। এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট তবলা বাদক জাকির হোসেন, পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার উত্তরাধিকারী বাঁশি বাদক রাকেশ চৌরাসিয়া, ভি সেলভাগণেশ, শঙ্কর মহাদেবন ও গণেশ রাজাগোপালন। ওই মহা মঞ্চে তিনটি গ্র্যামি জিতলেন ওস্তাদ জাকির হোসেন। বাঁশি বাদক চৌরাসিয়া দুটি গ্র্যামি জিতেছেন ও গণেশ রাজাগোপালন ও ভি সেলভাগণেশ বিনায়ক