
Indian Navy Nistar : ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছে গভীর সমুদ্রের প্রহরী ‘নিস্তার’ !
ব্যুরো নিউজ ১৪ জুলাই ২০২৫ : আগামী ১৮ জুলাই ভারতীয় নৌবাহিনী তার প্রথম দেশীয় নকশা ও নির্মিত ডাইভিং সাপোর্ট ভেসেল (DSV) নিস্তার-এর উদ্বোধন করতে চলেছে। ভারতের ডুবোজাহাজ অপারেশনাল সক্ষমতার জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ডে এই কমিশন লাভ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকবেন। বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড (HSL) দ্বারা তৈরি এই জাহাজটি গত ৮ জুলাই নৌবাহিনীর কাছে