
নীতীশ-নাইডু নয়, এই সাংসদদের সমর্থনেও ঘটতে পারে বড় বদল! বদলাতে পারে INDIA-NDA-র ‘খেলা’
ব্যুরো নিউজ, ৬ জুন : এবারের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করেনি বিজেপি। এমনকি ম্যাজিক ফিগার-এর ধারে কাছে পৌঁছতে পারেনি। তবে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। তাই সরকার গড়তে এনডিএ জোটেই ভরসা। আর এদিকে ‘ইন্ডিয়া’ জোটের আসন সংখ্যা ২৩৪টি। ফলে কোনও ভাবে জোট শরিকদের হারাতে নারাজ INDIA-NDA দুই-ই। ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ধর্মেন্দ্র প্রধান, বিজয়ন্ত পাণ্ডা নাকি সম্বিৎ পাত্র?




















