
ফের যাত্রী দুর্ভোগ! হাওড়ায় বন্ধ ট্রেন চলাচল
ব্যুরো নিউজ, ২৮ মে : ফের যাত্রী দুর্ভোগ! হাওড়ার মেইন লাইনে বন্ধ ট্রেন চলাচল। রেমালের জেরে গতকাল বন্ধ ছিল একাধিক ট্রেন। শিয়ালদহ শাখায় ডায়মন্ড হারবার, কাকদ্বীপের একাধিক ট্রেন বাতিল করা হয়। তবে আজ তা স্বাভাবিক হলেও ফের সমস্যায় পড়তে হয় যাত্রীদের। শেষ হতে চলেছে মেয়াদ, আবারও কি কেজরিকে ফিরতে হবে তিহাড়ে আজ সাত- সকালে চরম দুর্ভোগ পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে।