
‘ওয়ারেন্ট দেখাচ্ছে না, মনে হচ্ছে জঙ্গি…’ শুভেন্দুর পর হিরণের আপ্তসহায়ক-র বাড়িতে পুলিশি হানা!
ব্যুরো নিউজ, ২২ মে : কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউজে অভিযান চালায় পুলিশ। তা নিয়ে কার্যত উত্তাল রাজ্য- রাজনীতি। এমনকি থানায়ও অভিযোগ করেন বিরোধী দলনেতা। আইনি পথেই ঘটনার মকাবিলা করার কথাও বলেন। হুশিয়ারি দেন, এর শেষ দেখে ছাড়বেন তিনি। কার্যত তা নিয়ে যখন জোর শোরগোল পড়ে গিয়েছে তখনই ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের আপ্তসহায়ক-এর বাড়িতে হানা দেয় পুলিশ। কোলাঘাটে