
৭৪ বছরের পুরনো আইনে হিমন্তের ‘ বাংলাদেশী খেদাও ‘ অভিযান? অসমে নতুন সমীকরণ
ব্যুরো নিউজ ১১ জুন : অসমে ‘অবৈধ অভিবাসী’ চিহ্নিতকরণ এবং বিতাড়নের প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ফরেনার্স ট্রাইব্যুনালের (FT) দীর্ঘসূত্রিতা এড়িয়ে এবার সরাসরি প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ১৯৫০ সালের ‘ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) নির্দেশ’ অনুযায়ী জেলা প্রশাসন এখন থেকে নিজেই বিদেশিদের বিতাড়িত করতে পারবে। অর্থাৎ, যদি কোনো মামলা কোর্টে ঝুলে না থাকে, তাহলে সরাসরি
 
				
 
								 
								 
								









 
								
 
								 
								







