
হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পদ থেকে রহস্যজনক ইস্তফা সভাপতি অশোক জোয়ারদারের
ইভিএম নিউজ ব্যুরো, ১৮ জুনঃ ( Latest News) আচমকা পঞ্চায়েত ভোটের আগে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পদ থেকে রহস্যজনক ইস্তফা সভাপতি অশোক জোয়ারদারের। সভাপতির ইস্তফার ঘটনায় অবাক সংগঠনের নেতৃত্বরা। সভাপতির এমনভাবে পদত্যাগ বা ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে একাধিক গুঞ্জন ছড়িয়েছে হিলি এলাকা জুড়ে। এ বিষয়ে সভাপতি নিজে জানান, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, হিলি বন্দর





















