
বাবার কোলে চড়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে মোরসালিন
ব্যুরো নিউজ, ২২ ফেব্রুয়ারি: জন্ম থেকেই চলাফেরায় অক্ষম বছর আঠারোর মোরসালিন মণ্ডল। সে দুবড়া গ্রাম পঞ্চায়েতের মথুরগাছি এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের লোকেরা নানা জায়গায় নিয়ে গিয়ে তাঁর চিকিৎসাও করিয়েছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তবে, নিজের অক্ষমতাকে শিক্ষার পথে বাঁধা হতে দেননি ওই তরুন। অদম্য জেদ নিয়ে চালিয়ে গিয়েছেন নিজের পড়াশোনা। আর তার সুফল, এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে।