
গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে গেছে?
ব্যুরো নিউজ, ৮ জুলাই : গরম খাবারের স্বাদই আলাদা। তবে অনেক সময় গরম খাবার খেতে গিয়ে বিপত্তিও ঘটে। গরম খাবার খেতে গিয়ে অনেকে জিভ পুড়িয়ে ফেলেন। ফলে ওই অংশটি পড়ে গিয়ে জ্বালা করে, লাল হয়ে যায়। এরপর কোন খাবার খেতে গেলে ব্যথা লাগে। অনেকে গরম চা বা কফি তাড়াহুড়ো করে খেতে দিও জিভ পুড়িয়ে ফেলেন। তবে কখনো যদি এরকম ঘটে





























