
Hanumanji : হৃদয়ে রাম নাম : যে অব্যর্থ শক্তির উৎসে চিরঞ্জীবী বজরংবলী
ব্যুরো নিউজ ১৪ অক্টোবর ২০২৫ : শক্তি, সাহস এবং অমরত্বের প্রতীক হনুমানজি। কিন্তু তাঁর এই অপ্রতিরোধ্য ক্ষমতার উৎস কী? হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ অনুযায়ী, হনুমানের সমস্ত শক্তির মূলে রয়েছে তাঁর হৃদয়ে রামের নিরন্তর উপস্থিতি। শুধু মন্ত্র জপ নয়, রামের নাম তাঁর অস্তিত্বের স্পন্দন, যা তাঁকে চিরঞ্জীবী করে তুলেছে এবং সমস্ত ভয় থেকে মুক্তি দিয়েছে। রাম নামই এক সহস্র নামের